লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা দুই মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিন দিনে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।
এর মধ্যে পাটগ্রামে পাঁচজন এবং হাতীবান্ধা ও কালীগঞ্জে দুজন করে গ্রেপ্তার করা হয়। এর আগে পাটগ্রাম থেকে সাতজন ও হাতীবান্ধা থেকে দুজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, গ্রেপ্তার আসামিদের পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।