সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি তুলা উন্নয়ন বোর্ডের একতলা পাকা ভবন দখল করে জামায়াতে ইসলামীর সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনটি প্রায় তিন মাস আগে থেকে জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। সেখানে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫ নম্বর ওয়ার্ডের সাইন বোর্ডও লাগানো হয়েছে। সরেজমিন সেখানে ঘুরে এই প্রতিবেদক সাইনবোর্ড লাগানোর সত্যতাও পেয়েছেন।
স্থানীয়রা জানান, গত তিন মাস ধরে তুলা উন্নয়ন বোর্ডের ভবনটি জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন।
তবে ভবন দখল করার অভিযোগটি অস্বীকার করেছেন জামায়াত নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে। মাস তিনেক আগে ভবনের ২টি রুম ঠিকঠাক করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সেখানে যাতায়াত করেন। এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরও বেশ কয়েকটি সরকারি অফিস রয়েছে। আশপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলেই ভবনটি ব্যবহারের জন্য নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনো সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। তবে এটাকে দখল বলা ঠিক হবে না, পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন এই তো।’
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।