শিরোনাম
দু’দলের একই স্থানে সমাবেশ; এনসিপির ‘বারবার’ অনুরোধের প্রেক্ষিতে সমাবেশস্থল পাল্টাল ছাত্রদল তিস্তার পানি কমলেও প্লাবিত লালমনিরহাটের ১৫ গ্রাম, ৫ হাজার পরিবার পানিবন্দি গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী খয়ের জামালের যাবজ্জীবন কারাদণ্ড সকাল থেকে কমছে তিস্তার পানি, স্বস্তি ফিরেছে নদীপাড়ে চাঁদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার ম্যানহোলে পড়ে মারা যাওয়া তাসনিমের দাফন সম্পন্ন; তাসনিমের যমজ দুই শিশুর কান্নায় ভারি হয়েছে পরিবেশ রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প : পেরু, ইকুয়েডর, চীনে সুনামি সতর্কতা মনোনয়ন না দিলে খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার কনসার্টের জন্য অনুদান ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানকে সাবেক সমন্বয়কের চিঠি
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

তিস্তায় পানি বাড়ছে, ডালিয়া বিপৎসীমায়

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি পৌঁছেছে বিপদসীমায়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সন্ধ্যা ৬টায় তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার, যা বিপদসীমার সমান। পানি বাড়তে থাকায় ডালিয়া ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন বিকেল ৩টার দিকে তিস্তার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে পানি বিপদসীমা ছুঁয়েছে। তবে এরপর আর পানি বাড়ার সম্ভাবনা নেই।

তিস্তা পাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে এই পানি বৃদ্ধিকে ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। নদীর পাশের নিম্নাঞ্চলে কোথাও কোথাও পানি ঢুকে পড়ছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধুরী বলেন, তিস্তার পানি এখন বিপদসীমায় রয়েছে, তবে বন্যার আশঙ্কা নেই।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) এক বিশেষ বার্তায় জানিয়েছে, তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ