বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন করতে দেখেছি কিন্তু বর্তমান সরকারের এক বছর সময় লাগানোর কোন কারন দেখছিনা। আগামীর নির্বাচন অংশগ্রহনমূলক ও নির্ভিগ্নে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই সুযোগ সৃষ্ঠি করার দায়িত্ব ড মোহাম্মদ ইউনুস সরকারের।
বুধবার দুপুরে দিনাজপুর শহরের বনিক সমিতির মিলনায়তনে জেলা বিএনপির যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভার প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচার সরকারের দোসর ঘাপটি মেরে লুকিয়ে আছে। আপনারা দয়া করে খোলশ থেকে বেড়িয়ে হয়ে আসুন এবং জনগণের কাতারে দাড়িয়ে, জনগনের জন্য কাজ করুন। নাহলে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহ সভাপতি মোকাররম হোসেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবদলের সাবেব সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমুখ।