শিরোনাম
স্বেচ্ছাসেবক লীগ নেতার জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৯ জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের টাকার বিনিময়ে কেনা যায়না: এ টি এম আজহারুল মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া: বাবর ঠাকুরগাঁওয়ে ওষুধ কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২ নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫২টি ফাঁকা আসনে ভর্তি; সাক্ষাৎকার ২৫-২৬ আগস্ট নবনির্মিত মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নারী নিহত ‘আ.লীগ এখন অচল মাল, তাদের দেশে ফেরার সুযোগ নেই’ বিয়ের জন্য এসে পরিবারের ২৪ জনের জানাজা পড়লেন প্রবাসী যুবক তারেক রহমান দক্ষিণ এশিয়ার আইকনিক রাষ্ট্রনায়ক হবেন : সাঈদ খান
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

তারেক রহমান দক্ষিণ এশিয়ার আইকনিক রাষ্ট্রনায়ক হবেন : সাঈদ খান

ডেস্ক রিপোর্ট / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বলেছেন, ‘তারেক রহমান এ সময়ের তারুণ্যের অহংকার। ধানের শীষে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে তিনি দক্ষিণ এশিয়ার আইকনিক রাষ্ট্রনায়ক হবেন।’

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

সাঈদ খান বলেন, ‘জিয়ানগর উপজেলা জিয়া পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। শুধু নামের কারণেই বিগত সরকার জিয়ানগরের কোনো উন্নয়ন করেনি। এবার প্রমাণ করতে হবে এই নামের কারণেই জিয়ানগর বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নত উপজেলা হবে। ধানের শীষ মার্কার বিজয় হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিশেষ কোনো ব্যক্তি নই, আপনাদের ভাই, গ্রামের সন্তান। ভাগ্যের কারণে শহরে থাকি। সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন, অথচ অনেক সময় তারাই যথাযথ সম্মান পান না।’

বিগত সরকারের দমন-নিপীড়নের কথা তুলে ধরে সাঈদ খান বলেন, ‘আমরা কেউ নির্যাতন থেকে রক্ষা পাইনি।

বাড়িতে ঘুমাতে পারিনি, পরিবার-পরিজন রেখে পালিয়ে থাকতে হয়েছে। এসব ভুলে গেলে চলবে না।’

মতবিনিময়সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে বিভেদ সৃষ্টি করা যাবে না।’

জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষকদের জন্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, “নতুন এক প্রজাতির ধানের বীজ উদ্ভাবন হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘কমল বীজ’।

সাঈদ খান বলেন, ‘আমি আপনাদের ভালোবাসায় বিশ্বাসী, আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই।’

মতবিনিময়সভায় বক্তারা দাবি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুর-১ আসন থেকে আগামীতে জিয়া পরিবারের কাউকে প্রার্থী দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ