বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একের পর এক অশ্লীল, অশালীন এবং চরিত্রহননমূলক মন্তব্য, সেই সঙ্গে সারাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে,পরে পলাশবাড়ী চারমাথা মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
এতে বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোসফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,
সমাবেশে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।