বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ডোমার বাটার মোড়ে ডোমার উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, “জামায়াতে ইসলামী এই সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। সরকারের নিজস্ব কোনো শক্তি নেই, তাদের ভরসা মাত্র ২০ জন উপদেষ্টা। তারা ভেবেছিল বিএনপির বিকল্প শক্তি গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “সরকার মনে করছে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপিকে ফাঁকা মাঠে ছেড়ে দিলে বিএনপি জিতবে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো ভোটতন্ত্র নেই। গত ১৬ বছর ধরে দেশ ফ্যাসিস্ট শাসনের অধীনে নির্বাচন ছাড়া চলছে। অন্য দলগুলো নানা অজুহাত দেখিয়ে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি এই পাঁয়তারা বোঝে না; বিএনপি শুধুমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচন চায়।”
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “জামায়াতে ইসলামী বুঝতে পেরেছে সুষ্ঠু নির্বাচন হলে তারা ১৫-১৬টির বেশি আসন পাবে না। জাতীয় পার্টির ভবিষ্যৎ কী হবে, তা শুধু আল্লাহই জানেন। তারা ৪-৫টি আসনও পাবে কিনা সন্দেহ। একত্রিত হলেও অন্য দলগুলো বিজয়ী হতে পারবে না।”
তিনি আরও মন্তব্য করেন, “দেশের উন্নয়ন করতে জানে বিএনপি। ক্ষমতায় এলে বেকার সমস্যা সমাধানসহ বিভিন্ন জনমুখী পরিকল্পনা বাস্তবায়ন হবে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন ডোমার পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু ও সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলী।