শিরোনাম
আ.লীগ গত ১৫ বছর ধরে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে: রুমিন ফারহানা এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ গান নিয়ে বিতর্কে যুবদলের হামলা, আহত ১ বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ সাঈদীর ফাঁসির রায় মিষ্টি বিতরণকারী সেই আওয়ামী লীগ নেতাকে গণধোলাই, পুলিশে সোপর্দ বাথরুমে ঝুলছিল আট বছর বয়সী শিশুর লাশ, হতবাক পরিবার ঢাবির হলে গাঁজার আসর থেকে আটক ৪ শিক্ষার্থী, মুচলেকা দিয়ে পেলেন ছাড়া ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক জুলাই হত্যা মামলায় কারাগারে কক্সবাজার সফরে এসে হটাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে ঢাকায় চাঁদা না পেয়ে প্রবাসীর কবজি কাটল কিশোরগ্যাং এর সন্ত্রাসীরা
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরো ২৪৪ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৩৮ জনই বরিশাল বিভাগের। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন রয়েছে।

জুনের ১৭ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭ জনের এবং মোট আক্রান্ত হয়েছে দুই হাজার ১২১ জন। এ ছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ জন। আর সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬ হাজার ৪৬৬ জন।

আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২০৯ জন ডেঙ্গুরোগী। আর এ বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫ হাজার ৬৯৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ