সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। আর ঢাকার বাইরে দেশের অন্যান্য হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১১৩ জন।
এ দিন বরাবরের মতো বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ জন, যা দেশের সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। বরিশাল বিভাগে মারা গেছেন ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে ৮ জন, রাজশাহীতে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ১ জন করে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।
প্রসঙ্গত, ২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।