শিরোনাম
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম: ফজলুর রহমান নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত ডিসি মাসুদের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ আবরার ফাইয়াজের ১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ডিসিসহ বেশ কয়েকজন আহত রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত যুবকও ‘জুলাই যোদ্ধার’ তালিকায় কাউনিয়ায় ফলের দাম বেশি, কমেছে বিক্রি : হতাশায় ব্যবসায়ীরা সাংবাদিক থেকে গায়ক: আব্দুর রহমান ববিনের সুরের জাদু
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

ডিসি মাসুদের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ আবরার ফাইয়াজের

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। বুধবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ওই পোস্টে ডিসি মাসুদের ছবি শেয়ার করে আবরার ফাইয়াজ লেখেন, মিন্টু রোডের সামনে আসার পরে কোনো ব্যারিকেড নাই, পুলিশ নাই। রাস্তা দিয়ে গাড়ি চলতেছে। আমরা কয়েকজন মিলে থামাইলাম সবাইকে, ছবির ভদ্রলোক এসে ২০ ব্যাচের এক ভাইয়ের গলা চেপে ধরলো। বেশ কয়েকজনকে ঘুষি-লাথি দিলো পেছন থেকে এসে। আমাদের আজকের বেশিরভাগ শিক্ষার্থী ছিল ঢাকার বাইরের। দেখে ক্ষেপে গিয়ে পোলাপান মিন্টু রোডে ঢুকল।

তিনি লেখেন, আমি নিজের তারপরে সামনে গিয়ে থামাইলাম, আর কয়েকজন ভাইকে নিয়ে। এর প্রায় মিনিট খানেক পর দেখি হঠাৎ পায়ের নিচে সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জ শুরু। লাইক আমি পেছনে ঘুরে সবাইকে আটকে রাখছি, আর হঠাৎ পুলিশ এসে লাঠিচার্জ।

এরপরে পোলাপান পেছায়ে গেলো, যমুনার কোনো এক সিকিউরিটি ইনচার্জ এসে বলল, বাবা তুমি ওদের পেছাতে বলো একটু গিয়ে। আমি কিছু কথা বলে বললাম, আপনারা টিয়ারশেল বা সাউন্ড গ্রেনেড আর মাইরেন না, আমরা পেছাচ্ছি। অথচ পোলাপাইন পর্যন্ত যাওয়ার আগেই টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহার করলো। যাকেই একা পেয়েছে, ধরে পেটায়ছে। একজনের মেরুদণ্ডে স্প্রিন্টার ঢুকে গেছে।

তিনি আরও লেখেন, স্টুডেন্টদের ওপর হামলার পর যদি ম্যাও ম্যাও করে সবাই পালাইতোই তাহলে আজকে হাসিনার সরকারই থাকত। Sorry to say, স্টুডেন্টরা আগে হামলা করেছে এর সত্যতা জুলাইয়ে ২০০০ পুলিশ নিহত হওয়া থেকে বিন্দুমাত্র বেশি না। হাসিনা গেলো, কিন্তু হাসিনার পুলিশ আর গেল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ