ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত এলাকার ভারতের ভেতর থেকে তাদের আটক করা হয়। আজ দুপুর ১টার দিকে ঢাকা পোস্টকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ।
আকটকৃত দুই যুবক হলেন, ওই উপজেলার জিয়াবাড়ী মড়লহাট এলাকার আনসারুল হকের ছেলে শামিম হোসেন (৩৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও বিজির বরাতে জানা গেছে, আজ সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায় ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর টিমগাঁও বিএসএফ ক্যাম্প। আটককৃতরা মাদক ও গরু চোরাকারবারী সঙ্গে জড়িত বলে জানা যায়।
এবিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় ৪ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। আটককৃতরা আগে থেকে ভারতে ছিল। সম্ভবত তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। আজ সকালে কাটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। আমরা আটককৃতদের ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।