ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন ২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের একাধিক নেতা-কর্মীকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
জানা গেছে, সম্প্রতি ইউনিয়নের একটি রাজনৈতিক ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার রাতভর বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ছাড়াও স্থানীয় ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কয়েকজন সক্রিয় নেতাকে আটক করা হয়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ভঙ্গ, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
আটককৃতদের নাম ও পরিচয়:
(আপাতত সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু নাম নিশ্চিত করা হয়েছে।)
ইউনিয়ন চেয়ারম্যান: অখিল চন্দ্র রায়
স্থানীয় ছাত্রলীগের একাধিক নেতা
বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সক্রিয় কর্মীরা
স্থানীয় রাজনৈতিক পরিবেশ:
ঘটনার পর থেকেই ঢোলার হাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। দলীয় নেতাকর্মীরা থানার সামনে জড়ো হচ্ছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবী জানিয়েছেন সাধারণ জনগণ। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।