শিরোনাম
বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে : সারজিস পরবর্তী শিক্ষাবর্ষ থেকে একটি পাবলিকেশনে কাজ করা বাধ্যতামূলক: বেরোবি উপাচার্য দেবীগঞ্জে যুবলীগ নেতা হাবুলসহ চার জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গাইবান্ধায় মাছের গাড়ি উলটে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ী নিহত কুড়িগ্রামের উলিপুরে আ.লীগ কার্যালয় থেকে সাইনবোর্ড সরিয়ে ফেলল চর উন্নয়ন কমিটি এসএসসির লিখিত পরীক্ষা শেষ, ব্যবহারিক শুরু ১৫ মে সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ গাইবান্ধায় ইয়াবাসহ নারী আটক রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত হত্যা মামলায় গ্রেপ্তার মমতাজ, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

ডেস্ক নিউজ / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করে তার সমর্থকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় এ ঘটনা ঘটে বলে জানান ওসি মুহাম্মদ আরশেদুল হক।

গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি (৪৫) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

ওসি আরশেদুল হক বলেন, মারপিট, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার রাতে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের বাসিন্দা মমতাজ আলী। এ মামলায় হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে প্রধান আসামী করা হয়। এছাড়াও মামলায় আরও দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।

 

ওসি বলেন, থানায় মামলা দায়েরের পর বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এদিকে মতিকে গ্রেপ্তারের ঘটনায় বুধবার দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে তার সমর্থকরা।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক না হলে পুলিশ লাঠিচার্জ করেন এব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, থানা ঘেরাও করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে লোকজনদের বোঝানোর চেষ্টা করি। খালি গলায় ও হ্যান্ড মাইকের মাধ্যমে প্রায় আধাঘন্টা যাবৎ তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

ওসি আরশেদুল হক বলেন, মৃদু লাঠিচার্জ করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রেপ্তারকৃত মতিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ