শিরোনাম
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বেরোবিতে ‘শেখ হাসিনা ফিরবে ‘ দেয়াল লিখনির প্রতিবাদে ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম ‘ইচ্ছে করেই তারা সেখানে যেতে চেয়েছে, যেনো গণ্ডগোল বাধে’ হাসনাত-সারজিসদের ফেসবুকে ট্রলকারী দিনাজপুরের এএসপি প্রত্যাহার বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি খানসামায় শ্রেণিকক্ষে বীম ধসে শিক্ষক আহত, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে ইতিহাস গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। চাঁদাবাজির অভিযোগ সাবেক যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ফেসবুকে ট্রল করে বিপাকে এএসপি মোসফেকুর, দিনাজপুরে বিক্ষোভ অপসারণ ও গ্রেপ্তারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, লক্ষাধিক মানুষের ভোগান্তি

স্থানীয় রিপোর্ট / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

ভেঙে গেছে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক। গত তিন মাস ধরে ১০ ইউনয়নের লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করছে। ফলে ঝুঁকিতে রয়েছে ব্রিজটি। সংযোগ সড়কের বেহাল দশা নিয়ে স্থানীয় বাসিন্দারা জেলা ও উপজেলা এলজিইডিকে অবগত করলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ। ব্রিজের সংযোগ সড়ক নদীতে ভেঙে পড়ায় ফাড়াবাড়ি, রুহিয়া, রাজাগাঁও, আসাননগর ও খড়িবাড়ি পাটিয়াডাঙ্গী ও ঢোলারহাটসহ বিভিন্ন ইয়নিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

জানা গেছে, ২০১৯ সালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসান নগরের খড়িবাড়ি এলাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতের জন্য টাঙ্গন নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৫০০.০০ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজটি নির্মাণ করেন। সাড়ে ৬ কোটি টাকার ব্যয়ে কাজটি পান স্থানীয় মো. জামাল হোসেন নামে এক ঠিকাদার। গত বছরের ২ মার্চ ব্রিজটি উদ্বোধন করেন কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য করাবন্দি রমেশ চন্দ সেন।

ব্রিজটি নির্মাণের পর থেকেই কয়েকবার সড়ক ও ব্লকসহ নদীতে ধসে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণিকভাবে বালুর বস্তা দিয়ে সাময়িক সংস্কার করে ধস ঠেকায়। কিন্তু এবারের বর্ষা শুরু হওয়া মাত্রই আবারও ব্রিজটির পশ্চিম তীরের সড়কের অর্ধেক অংশ ব্লকসহ নদীতে তলিয়ে যায়। এতে সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়। তবে মানুষ ছাড়া বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারছে না এই ব্রিজ দিয়ে।

এলাকাবাসী জানান, এই ব্রিজ পার হয়ে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে। আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এলাকার কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন শতাধিক মাহিন্দ্রা-পাওয়ার ট্রিলার গাড়ি চলাচল করে। দুই মাস আগে ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো লাভ হয়নি।

গাড়ি চালক রুবেল বলেন, গত দুই মাস ধরেই একটু একটু করে সড়কের দেয়াল পানির নিচে ধসে যাচ্ছিল। কয়েক দিন আগে যাত্রী নিয়ে এসে দেখলাম সড়কের অর্ধক অংশ ভেঙে গেছে। পরে যাত্রী নামিয়ে গাড়ি পার করেছি। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে আমরা যানবাহন চালাতে পারবো না।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের জন্য এক বছর আগে খড়িবাড়ি স্কুলের পশ্চিমে টাঙ্গন নদীর ওপর সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে সরকার। কিন্তু কাজটিতে ভয়ংকরভাবে দুর্নীতি করা হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় নির্মাণের বছর পার হতে না হতেই সংযোগ সড়ক ভেঙে গেছে। গত দুই মাস ধরে ভাঙা সড়ক দিয়ে মানুষ চলাচল করছে কিন্তু এলজিইডির কেউ এ নিয়ে কথা বলে না বা শুনে না।

স্থানীয় কৃষক রবি, বক্কর ও আরিফ বলেন, ব্রিজ হওয়ার পর মাথায় করে নিয়ে বাজারে ফসল বিক্রি করতে হয়নি। ভ্যান, নসিমন ও গাড়িতে করে কৃষিপণ্য বাজারজাত করেছি। কিন্তু গত কয়েক মাস ধরে ব্রিজের এক পাশের সড়ক ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। তাই বর্তমানে ফসল মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করতে হচ্ছে আমাদের। ব্রিজটি এখন আমাদের কোনো কাজে লাগছে না। আমরা ব্রিজের এক পাশের সংযোগ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস বলেন, ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক সংস্কার জরুরি। আমরা চেষ্টা করছি দ্রুত সংস্কার করার জন্য। ইতোমধ্যে সংস্কারের জন্য ঢাকায় এস্টিমেট (অনুমান) পাঠানো হয়েছে। আশা করি খবু দ্রুতই কাজে হাত দিতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ