শিরোনাম
সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো’: শবনম ফারিয়া জুয়ার আসর থেকে নিষিদ্ধ আ.লীগ নেতার সাথে বিএনপি নেতা আটক দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৩, প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ৩ বছরের শিশু! তিস্তা সেতুর উদ্বোধন আগামী ২৫ আগস্ট রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবরে নিম্নমানের ইট দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, আটক ৫

ডেস্ক রিপোর্ট / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

১০ শতক জমি নিতে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগীর বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী। জমি কেনার পর রেজিষ্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে মসজিদের পাশের ডোবা থেকে তার মরদেহ পাওয়া গেছে। বৃদ্ধের মৃত্যুকে ঘিরে নানা রহস্য তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ৫ স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগেই কাউকে না জানিয়ে বৃদ্ধের মরদেহ দাফনের চেষ্টাও করেছিলেন আটক স্বজনেরা।

গতকাল সোমবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াবাড়ী বেংরোল গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা।

বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াবাড়ী বেংরোল গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। তিনি স্ত্রী-ছেলে সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। সেখানে রিকশা চালিয়ে এবং ম্যাচে রান্না করে রিকশাচালকদের খাইয়ে জীবন-যাপন করতেন বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- জিয়াবাড়ী বেংরোল গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল এবং আব্দুল জলিল। তাঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।

দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহ ডোবা থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। অথচ ঢাকা থেকে স্ত্রী সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সাথে কথা বলে সন্দেহ হলে, আমি পুলিশকে অবগত করি।’

স্থানীয়রা জানান, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পাশের ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখে ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তার স্ত্রী-সন্তানকে খবর দেই।’

এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। ছেলে আলম হোসেন মুঠোফোনে বলেন, ‘বাবা মারা গেছেন এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওয়ানা দিয়েছি।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছি। এছাড়াও প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানা-হেঁচড়া করার দাগ মিলেছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ