শিরোনাম
মামলা দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কারাগারে থাকা খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক এক যুবক আজকে একটি পক্ষ আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করছে : সাদেক কায়েম কাউনিয়ায় পলাশ মেম্বারের কাছ থেকে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা পঞ্চগড়ে রাস্তার অনিয়ম অস্বীকার; এলজিইডি কর্মকর্তাকে গণপিটুনি রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার  ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন : উসমান হাদী কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, বিপাকে ব্যবসায়ী পরিবার
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুশইন করা ভারতীয় দম্পতিকে ফেরত পাঠাল বিজিবি

ডেস্ক রিপোর্ট / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ঠাকুরগাঁও চাপসার সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইন করা ভারতীয় এক দম্পতিকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন করা ২৩ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ওই ২ জন ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন।

সোমবার (১৬ জুন) রাত ৮টার দিকে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

ভারতীয় নাগরিক দুজন হলেন- উত্তর চব্বিশ পরগনার জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামে তাহাজুর মন্ডলের ছেলে ফজের মন্ডল (২১) ও তার স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)।

৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুন রাত ১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের অভ্যন্তর থেকে ২৩ জন (৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬ জন শিশু) বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় সোপর্দ করা হয়। তবে বাকি ২ জনের পরিচয় নিশ্চিত করে দেখা যায়, তারা ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বাসিন্দা ও তারা দুজনে স্বামী-স্ত্রী।

পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)- ৮৭ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আয়োজন করে। সোমবার সন্ধ্যায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং এরপর ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অনুপ্রবেশসহ সকল অপরাধ প্রতিরোধে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং এ বিষয়ে তথ্য প্রদান করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ