শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়ি বহরে হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষ করে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় হামলার ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে জেলার পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এনসিপি গাড়ি বহর। কিছুক্ষণ পরেই টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তঃজেলা বাস চাপা দেয় এনসিপির গাড়ি বহরে থাকা একটি মাইক্রোবাসকে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে ঘটনার কারণ জানতে চাইতে গেলে তাদের ওপর হামলা করে ৫ থেকে ৬ জন মানুষ।

এতে করে গাড়ির ড্রাইভারসহ একজন এনসিপি কর্মী কিছুটা আঘাত পান। এ সময় মাইক্রোবাসটির চাবি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আবার চাবি ফেরতও পাঠায়।

এনসিপি দাবি করছে, এই হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। বাস চাপা দিয়ে দলের উচ্চপদস্থ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। তবে তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ