মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে এক কৃষক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছের আদালত। এ ছাড়া তাদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ আদেশ দেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল হালিম। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. জিলুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া এলাকার কাশমত আলীর ছেলে আফসার আলী (পলাতক), আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান, মো. শহর আলীর ছেলে সুমন (পলাতক) ও রানীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (পলাতক)।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অপরাধ রাষ্ট্রপক্ষ যুক্তিসংগত সন্দেহাতীতভাবে প্রমাণিত করায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারামতে আসামিদের ইতিপূর্বে হাজতবাস সাজার মেয়াদ হতে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ জুলাই জমি নিয়ে দ্বন্দ্বে কৃষক বাদল ওরফে বদরুলকে হত্যা করে পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের জনৈক পশুরামের আখখেতে ফেলে রাখে আসামিরা। পরে ওই দিন নিহতের বড় ভাই বাবুল হোসেন পীরগঞ্জ থাকায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলার শুনানি শেষে আজ আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ