ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
রবিবার দিবাগত রাতে প্রেসক্লাবের সভা কক্ষে এ সভা ও দোয়া মাহফিল হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে এবং সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের পৃষ্ঠপোষক রকিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রান, সহ সভাপতি ফজলুল কবীর, সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ, দপ্তর ও সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ।
শেষে পীরগঞ্জ প্রেসক্লাব সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।