শিরোনাম
ঢাবিতে বঙ্গবন্ধুর শোক পালনকারী তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করবে বিক্ষুব্ধরা কোচিং সেন্টারে পাওয়া গেল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী কুড়িগ্রামে সাব-রেজিস্টারকে হত্যার পর লাশ রাখা হয় কচুরিপানার নিচে মিঠাপুকুরে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তা আহত টাকার বিনিময়ে তারকাদের শেখ মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এরচেয়ে মরে যাওয়া ভালো: কাদের সিদ্দিকী শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩ বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি: হান্নান মাসউদ জাতীয় নির্বাচন: অন্তরালে দলগুলোর জোট নিয়ে দৌড়ঝাঁপ ভোট জালিয়াতি করে ২৯৩ আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব: তুষার
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে কানাডা

ডেস্ক রিপোর্ট / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে কাল বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে কানাডা। এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই দলটি মূল পর্বের টিকিট পেয়ে গেছে।

আমেরিকান অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্ব চলছে কানাডাতেই। সেখানে খেলছে চার দল—কানাডার সঙ্গে বারমুডা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও বাহামা দ্বীপপুঞ্জ। প্রত্যেক দল সবার সঙ্গে দুবার করে মুখোমুখি হয়ে মোট ছয় ম্যাচ খেলবে।

ঘরের মাঠ ম্যাপল লিফ গ্রাউন্ডে কানাডা নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সব কটি জিতে ১০ পয়েন্ট তুলে নিয়েছে। দুইয়ে থাকা বারমুডার পয়েন্ট ৬। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। আজ বাছাইয়ের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। ম্যাচটিতে বারমুডা জিতলে পয়েন্ট বেড়ে হবে ৮। এরপরও তারা কানাডার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকবে।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৪ আসরের মতো এবারও খেলবে ২০ দল। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা অনেক আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

২০২৪ আসরের পারফরম্যান্স বিবেচনায় ২০২৬ আসরের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে জায়গা পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

কানাডা ১৩তম দল হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। বাছাই পেরিয়ে আসবে আরও ৭ দল—ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি। এই তিন অঞ্চলের চূড়ান্ত বাছাই আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ