সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইল্যা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’ বলে মন্তব্য করা সেই যুবকও রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে তাদের রিমান্ড চাওয়া হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকার জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁওয়ের আবু সফিয়ান (২১) ও কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দির মো. শাকিল মিয়া (১৯)।
উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন। ওই সময় সচিবালয়ের সামনে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মো. শাকিল মিয়া নামের এ যুবকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই বক্তব্যে বলতে দেখা যায় ‘যদি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। শেখ হাসিনা ভালো ছিল।’