শিরোনাম
বিপদসীমার ওপরে তিস্তার পানি, বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি গঙ্গাচড়ায় হিন্দু পল্লি পরিদর্শনে জামায়াতে ইসলামী; ক্ষতিগ্রস্তদের সহায়তা সামগ্রী বিতরণ ডিবি হারুনকে ‘জ্বীন’ বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বেরোবির ড. ওয়াজেদ ইন্সটিটিউটের নতুন নাম ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে লন্ডন প্রবাসীর মালামাল লুট রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক, ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার তিস্তায় পানি বাড়ছে, ডালিয়া বিপৎসীমায় রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ১২’শ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে ভিক্ষুক পেল মালামালসহ মনোহারি দোকান
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জুলাই মাসকে স্বৈরাচার মুক্তির পাশাপাশি ‘পুনর্জন্মের’ মাস হিসেবেও আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীতে জুলাই স্মরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মেরও মাস। এজন্য দেশকে নতুনভাবে তৈরি করতে হবে।

এ সময় তিনি বলেন, শুধু উপর থেকে প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন করতে হবে। না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ আর জনগণকে ধ্বংস করতে না পারে।

পতিত স্বৈরাচারের সমালোচনা করে তিনি বলেন, এমন কেউ নেই যাদের কেউ হয়রানির শিকার হয়নি। বছরের পর বছর নির্মমভাবে অত্যাচার করেছে। ইলেকট্রিক চেয়ার পর্যন্ত রেখেছে। সবার সেটা দেখারও সুযোগ হয়নি।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা এদেশটা গড়তে চাই। শুধু মুখের ভাষা নয়, একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। উপরে প্রলেপ দেওয়া নয়। গভীরতম পরিবর্তন না হলে স্বৈরাচারের বিরুদ্ধে এখন যে আমরা কথা বলছি, তারা আবার ঘুরেফিরে আসবে। এজন্য গভীরের সংস্কার দরকার।

এ সময় তিনি সবাইকে জুলাইয়ের শিক্ষা ধারণের আহ্বান জানান। তবে এই শিক্ষা ভুলে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ