জুলাই যোদ্ধা ও তাঁদের শহিদ পরিবারকে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর খাত থেকে ২৫ কোটি টাকা সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বহী পরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও ব্যণিজিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত ছিলেন।
সভা শেষে মিচুউয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। এখানে বাংলাদেশ ব্যাংক ১৫ কোটি টাকা দিবে। বাকিটা বাণিজ্যিক ব্যাংকগুলো দিবে।