শিরোনাম
আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার’ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানকে ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ : তারেক রহমান সাইকেল র‌্যালির মাধ্যমে শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু জুলাই-আগস্ট না হলে, আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিতো বিএনপি:মির্জা আব্বাস জামায়াত একটি ‘ভণ্ড ইসলামী দল’: হেফাজতের আমির মধ্যরাতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের সরকারের বরাদ্দের বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় ছাত্র-জনতার বিক্ষোভ ফিরে দেখা ৫ আগস্ট: যেদিন জনতার শক্তিতে বদলে গিয়েছিল ইতিহাস
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

জুলাই-আগস্ট না হলে, আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিতো বিএনপি:মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগকে নষ্ট করে দিতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদল আয়োজিত যুব-সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখন সুবর্ণ সুযোগ। কিন্তু এই সুযোগ নষ্ট করার জন্য সরকারের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। কয়েকটা বাচ্চা ছেলের মুখের কথায় মনে হচ্ছে, তারা যা বলবে আমরা তাই করব। এরা মানুষকে মানুষ মনে করে না।

বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালানোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে স্লোগান দেয়া হয়েছে, তা কোনো রাজনৈতিক স্লোগান নয়, ঐক্যের স্লোগান নয়। আপনারা বলছেন এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। কিন্তু আপনাদের বয়স, অভিজ্ঞতা দেখে মনে হয় না, এসব কথা আপনাদের মাথা থেকে আসছে। অন্য কেউ আপনাদের প্ররোচিত করেছে।

আরও বলেন, জুলাই-আগস্ট না হলে, আরেক মাস আ’ন্দো’লন করে হয়তো সরকার ফেলে দিতো বিএনপি।

এ সময় আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেয়ার নাটক সাজানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ