জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৪ জুলাই) রংপুরে জনসভায় বক্তৃতা করেন তিনি।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, এ টি এম আজহারের মুক্তি বাংলাদেশের মুক্তিকামী তৌহিদি জনতার মধ্যে আলোড়ন তৈরি করেছে৷ গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, ইসলামি দলগুলোর মধ্যে গড়ে ওঠা ঐক্য কাজে লাগিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন ও সুবিচার নিশ্চিত করা হবে।
দেড় দশকেরও বেশি সময় পর আয়োজিত এ জনসভায় নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে থেকেই রংপুর জিলা স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা৷ গণমানুষের জনস্রোত জনসভাকে তৈরি করে জনসমুদ্রে।
জনসভার সূচনায় রংপুরের ৩৩টি আসনে দলটির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। সদ্য কারামুক্ত এ টি এম আজহারুল ইসলামের আগমনের সঙ্গে সঙ্গেই মুহুর্মুহু স্লোগানে ফেটে পড়েন উপস্থিত নেতাকর্মীরা৷ মঞ্চে উপবিষ্ট হন জুলাই শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা।