শিরোনাম
আমরা সংসদ নির্বাচন চাই না: সামান্তা শারমিন এনসিপির পদে সারোয়ার তুষার পুনর্বহাল, শোকজ নোটিশ প্রত্যাহার দাফনের ১৭ দিন পর কিশোরকে জীবিত উদ্ধার! এলাকায় চাঞ্চল্য সৃষ্টি জামায়াত ১০ শতাংশ ভোট পাইলে বলব বাপের বেটা: ফজলুর রহমান সম্পর্ক উন্নয়নে একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত: এনসিপি উপদেষ্টা মাহফুজের বিএনপি থেকে নির্বাচনের গুঞ্জন, যা বললেন উপদেষ্টার বাবা নারী-পুরুষের হাত-পা বাঁধাসহ লাশসহ বুড়িগঙ্গা থেকে ৬ ঘন্টার ব্যবধানে ৪টি মরদেহ উদ্ধার খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের কোনো ইতিহাস রচিত হবে না: চসিক মেয়র দেবীগঞ্জে চার ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা হিলি স্থলবন্দরে বেড়েছে কাঁচা মরিচের আমদানি, কমেছে দাম
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

জামায়াত ১০ শতাংশ ভোট পাইলে বলব বাপের বেটা: ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ শতাংশ ভোট পাইলে আমি বলব বাপের বেটা কাম করছে।’

শনিবার (২৩ আগস্ট) একটি টকশোতে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি দেশের ১০ শতাংশ ভোট পায়, আমি বলব বাপের বেটার কাম করছে। কে কী বলল ছোট মুখে বড় কথা, বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বামন চাঁদ ধরে ফেলবে কেন। জামায়াত কী এই দেশে।’

জামায়াতের এক আমির সম্প্রতি বলেছেন সিলেট বিভাগের সব আসনে জিতবে তারা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সিলেট বিভাগে ১৯টা আসন আছে, আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা সিটে পাস করুক। পাস করলে বলব হ্যাঁ, বাপের বেটা তোরা।’

জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে। দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাস করে।’

সংবিধান পরিবর্তন করার অধিকার এখন কারো নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে। পরিবর্তন করবে তো পার্লামেন্ট। মানুষ যদি জামায়াতের পিআর ভোট সমর্থন করে বেশি ভোট দিয়ে, তখন তারা পিআর করুক।

এখন বললেই হবে আমাকে ৭টা বিয়ে করিয়ে দেন। আমাকে অমুকটা করিয়ে দেন। এগুলো বললেই হবে। খালি চাইলেই হবে। এখন ভোট হবে সংবিধান অনুযায়ী, দেখি কয়টা সিট পায়।’

নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে তিনি বলেন, ‘মানুষ যদি ঠিক হয় পুলিশ লাগে না। রাজনৈতিক দল যদি ঠিক হয় পুলিশ লাগে না। আর নির্বাচন কমিশনকে সৎ ও সাহসী হতে হবে। আরেকটা হলো সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে নির্বাচন কমিশনকে। এর পরও হয়তো কয়েকটা কেন্দ্রে ভোট সমস্যা হতে পারে। কিন্তু অন্য সব কেন্দ্রে ভোট ভালো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ