বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও খারাপ। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙালকলসি ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় দুলু বলেন, আগামী জাতীয় নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত প্রচার চালাচ্ছে তাদের ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে, তারা নাকি বেহেশতের টিকিট দেয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, থাকবে জামায়াত।
তিনি বলেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি। আমার সঙ্গে দু’জন হাফেজ ২০-৩০ বছর ধরে রয়েছেন। আমাদের থেকে বড় ‘ইসলামিক’ আর কে হতে পারে?’
এ সময় উঠান বৈঠকে বিএনপির জেলা উপজেলা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।