শিরোনাম
আজ ১৬ জুলাই, যেদিন বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী, ১০ হাজার বাস রিজার্ভ ছাত্রদলের দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মীদের অপরাধের দায় বিএনপিকেই নিতে হবে: চরমোনাই পীর শ্যামাসুন্দরী খাল নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা দরপতন ঠেকাতে আরও ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক তিস্তার পানিতে ভাসতে পারে উত্তরের চার জেলা ২০২৫-২০২৬ইং অর্থবছরের জন্য সৈয়দপুর পৌরসভার ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকা বাজেট ঘোষণা। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ। নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী, ১০ হাজার বাস রিজার্ভ

ডেস্ক রিপোর্ট / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। এ লক্ষ্যে প্রতিদিনই রাজধানীসহ দেশজুড়ে চলছে মিছিল, মিটিং ও গণসংযোগ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যে ট্রেন ও লঞ্চ বাদ দিয়ে ভাড়া করা হয়েছে ১০ হাজারের মতো বাস। তিনি বলেন, ‘সমাবেশে ১০ লাখের বেশি নেতাকর্মীর উপস্থিতি আশা করছি। শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।’

সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশনস) নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং, মাইক বসানোসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে আমরা ডিএমপির সহযোগিতা চেয়েছি। তারা প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’

সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিনি বলেন, ‘এ পর্যন্ত সরাসরি কোনো হুমকি পাওয়া যায়নি। তবুও সতর্ক আছি। পুলিশও আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।’

ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া জামায়াত নেতাদের মধ্যে আরও ছিলেন— ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডা. রেজাউল করিম, মো. দেলাওয়ার হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন ও আবদুস সাত্তার সুমন।

পুলিশের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস ও রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ