শিরোনাম
এইচএসসির খাতা কাটছেন শিক্ষার্থীরাই, ছবি ধারণ করে ছাড়ছেন ফেসবুক,টিকটকে নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না: ইশরাক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এখন শিবির নেতা লালমনিরহাটে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, কিশোরের মিলছে না খোঁজ গাইবান্ধার তিস্তা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ কুড়িগ্রামে রাতের আঁধারে রড ছাড়াই সড়ক ঢালাইয়ের অভিযোগ, ক্ষোভের মুখে পালালেন ঠিকাদারের লোকজন সৈয়দপুর লায়ন্স স্কুলের মেধাবী শিক্ষার্থী হিসামের বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন। আ.লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ নীলফামারীর কিশোরগঞ্জে অবাধে চলছে অবৈধ লটারির টিকেট বিক্রি
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

জামায়াতের আমিরের সুস্থতা কামনা করেছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জামায়াতে ইসলামীর সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জামায়াত আমিরের অসুস্থতার খোঁজখবর নিয়েছেন এবং তার আশু সুস্থতা কামনা করেছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ওই হাসপাতালে গিয়ে এ কথা জানান বিএনপি মহাসচিব।

জামায়াত আমিরকে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেশ ওয়ারিড (উদ্বিগ্ন)। আপনার অসুস্থতার খোঁজখবর নিতে তিনি আমাকে ফোন করেছিলেন। আপনার আশু সুস্থতা কামনা করেছেন।’

তখন জামায়াত আমির বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমার পক্ষ থেকে সালাম দেবেন।’

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে এ তথ্য জানানো হয়েছে।

রাত সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে নিয়ে ওই হাসপাতালে যান। তিনি জামায়াত আমিরের শয্যার পাশে বসে তার সাথে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে গেলে তিনি বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ