শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে বিএনপি-জামায়াতের প্রস্তাব, এনসিপিসহ অন্যান্য দলের ভিন্নমত নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে নিশ্চিন্তপুরে জনবহুল রাস্তার সংস্কার দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ আর্থিক সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টার পেজের পোস্ট সরিয়ে ফেলা হয়েছে কলেজের পেছনের গেট দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা কালীগঞ্জে ৫ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন! সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আহত অন্তত ১৫ যাদের বাঁচিয়েছি তারাও আমার সন্তান বলেছিলেন মাহেরিন চৌধুরী সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী ‘আসিফ নজরুলের গদিতে আগুন জ্বালাও একসাথে’
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

জানালার পাশে ঝুলছিল শিশুদের হাত, দেহগুলো পড়েছিল নিচে

ডেস্ক রিপোর্ট / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শিশু শিক্ষার্থীদের মৃতদেহগুলো পড়েছিল শ্রেণিকক্ষের বেঞ্চে। দেহগুলো পুরো আটকে ছিল সেখানে। সহজেই তা উঠাতে পারছিলেন না উদ্ধারকর্মীরা।

যারা বেঁচে ছিল তীব্র যন্ত্রণায় তাদের কোনো চেতনাই ছিল না। কোনো একদিকে তাকিয়ে তাকিয়ে পুড়ছিল পুরো শরীর। অনেক শিশু বাঁচার চেষ্টা করছিল। যারা জানালার দিকে ছিল, তাদের হাত ঝুলছিল। দেহগুলো পড়েছিল নিচে। প্রতিটা জানালার সঙ্গে কোনো না কোনো পোড়া হাত লেগেছিল। মাথার চুল থেকে শুরু করে পুরো চামড়া পুড়ে গেছে।

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর এমনই দৃশ্য দেখেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মাহাথির মোহাম্মদ আদিব।

দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া আদিব ও তার বন্ধুরা সোমবার দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন। এতে আতিবের দুই হাত কিছুটা পুড়ে গেছে। ব্যান্ডেজ বেঁধে মঙ্গলবার (২২ জুলাই) সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে চলে আসেন তিনি।

গণমাধ্যমে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘দুপুর ১টা ১৫ মিনিটে প্লেনটা এসে ঢোকে। তখন আমি ক্যান্টিনের ওখানে ছিলাম। খাবার নিয়ে আসছিলাম। তখন দেখি এই বরাবর প্লেনটা এসে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়। ঢোকার পর প্রথমে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ট্যাংকের যে ফুয়েল ছিল, সেটার কারণে আবার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর অক্সিজেন ট্যাংক ছিল, ওই ট্যাংকে আবার বিস্ফোরণ হয়। আগুনটা চতুর্দিকে ছড়াইয়ে পড়ে। ব্লাস্টের কারণে যারা পড়ে যায় তাদের মাঠের মধ্যে এনে রাখা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে এন্ট্রি পয়েন্টগুলোতে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্লাস্টের কারণে যারা পড়ে যায় তাদের মাঠের মধ্যে এনে রাখা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে এন্ট্রি পয়েন্টগুলোতে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা ভেতরে ঢুকি। ঢুকে ফায়ার সার্ভিসের সঙ্গে রেসকিউ অপারেশনে কাজ শুরু করি।’

উদ্ধারের সময় কী কী দেখলেন, জবাবে মাহাথির মোহাম্মদ আদিব বলেন, ‘যারা মারা গেছিল বেঞ্চের ওপর পড়ে আছিল। ওদের বডিগুলো পুরো আটকে গেছিল, উঠতেছিল না। যারা বেঁচে ছিল তারা একদম সেন্সলেস অবস্থায়, যে কোনো একদিকে তাকাইয়া পুড়তেছে, কোনো হিতাহিত জ্ঞান নাই। অনেক বাচ্চা বাঁচার চেষ্টা করতেছিল। যারা জানালার দিকে ছিল, ওদের হাত ঝুলতেছে, বডিগুলো নিচে পড়েছিল। প্রত্যেকটা জানালার সঙ্গে হাত লেগেছিল, চামড়াসহ যা ছিল। পুরো বিল্ডিংয়ে কোনো একটা জায়গায় রক্ত নাই। সব পুড়ে কয়লা হয়ে গেছে। যারা নিচের দিকে ছিল, সরি টু সে একটা মন্ডে পরিণত হয়ে গেছে।’

উদ্ধার করে কিভাবে বাইরে নিয়ে আসলেন? আদিব বলেন, ‘ফায়ার সার্ভিস পানি নিয়ে সামনে আগাচ্ছিল, দরজার মধ্যে পানি দিচ্ছিল। আমরা দরজা ভাঙছিলাম। দরজা ভেঙে ভেতরে ঢুকে স্টুডেন্টদের ওপর পানি ঢালছিল ফায়ার সার্ভিস। আমরা স্টুডেন্টদের টান দিয়ে বের করছিলাম।’

উদ্ধারের পর হাসপাতালে নেওয়া প্রসঙ্গে আদিব বলেন, ‘যারা আহত ছিল হাসপাতালে নিয়ে বাঁচানো গেছে কিনা বলতে পারছি না। আমরা ছয়জনকে উদ্ধার করেছিলাম। ওই ছয়জনের মধ্যে দুজন বাঁচতে পারবে, বাকি চারজন বাঁচার মতো ছিল না। বডি ৯০ শতাংশের ওপরে জ্বলে গিয়েছিল। চামড়া ছিল না, মাথার চুল ছিল না। গালের চামড়া সব কিছু শেষ।’

উদ্ধারের পর বেশ ট্রমার মধ্যে পড়েছেন আদিব। বলেন, ‘চোখে আর পানি আসতেছে না। কালকে কাঁদতে কাঁদতে চোখ শুকাইয়া গেছে। আর কিছু বলার নাই। যা দেখছি এটা ভোলার মতো না।’

এই ধরনের প্রশিক্ষণ চলা উচিত কি উচিত না? আদিব বলেন, ‘এত ঘনবসতিপূর্ণ এলাকায় এসব প্রশিক্ষণ চলা একদম উচিত না। তাও আবার একটা স্কুল কলেজের ওপর দিয়ে চলার তো কোনো প্রশ্নই উঠে না। এখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, স্টুডেন্টরা পড়ে। ক্লাস ছুটি হয়েছিল ১০ মিনিট আগে। ১০ মিনিট আগে যদি বিমানটা এসে পড়তো মিনিমাম ৪০০ জনের মতো ইনস্ট্যান্ট ডেথ হয়ে যেতো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ