জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধবার (২৩ জুলাই) ও বৃহস্পতিবারের (২৪ জুলাই) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এতে বলা হয়, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামীকাল বুধবার (২৩ জুলাই) ও পরশু বৃহস্পতিবারের (২৪ জুলাই) সকল পরীক্ষা স্থগিত করেছে।
আরও বলা হয়, স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এছাড়া, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিক ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।