শিরোনাম
তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র, ৩০ ঘণ্টা পর মিলল লাশ কুড়িগ্রামের অসুস্থতার ছু‌টি নিয়ে দলীয় অনুষ্ঠানে যোগ দিলেন স্কুলশি‌ক্ষিকা মিঠাপুকুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র, দুই দিনেও সন্ধান মিলেনি জামায়াতের হাত ধরেও আ. লীগের পুনর্বাসন হতে পারে : রুমিন ফারহানা নীলফামারিতে সংঘর্ষের পর উত্তরা ইপিজেডের সব কারখানা বন্ধ ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ গুপ্ত সংগঠন ও বটবাহিনীর বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেবে শিক্ষার্থীরা মাছ ধরতে গিয়ে পা পিছলে নদীতে, স্কুলছাত্রের মৃত্যু একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশ বিক্রি করছে: আমীর খসরু
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হবে: শামীম পাটোয়ারী

ডেস্ক রিপোর্ট / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না। সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শামীম পাটোয়ারী বলেন, গতকাল (শনিবার) সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে।

তিনি বলেন, আরপিও অনুযায়ী যে সব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোন অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভিত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ