শিরোনাম
এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার এ দেশ নিয়ে আসিফ মাহমুদের চেয়ে কেউ বেশি ভাবেন না : হান্নান মাসউদ রাশিয়ায় যাচ্ছে ৩০ হাজার কোরিয়ান সৈন্য! আমরা বিএনপির পুলিশ চাই না: হাসনাত ভুতুড়ে ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ড.মাসুদের সার্বিক সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন জব্বার ও ডালিয়া! পঞ্চগড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি-ই প্রথম রাজপথে নেমেছে: তারেক রহমান
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

জাতীয় পার্টির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপির

স্থানীয় রিপোর্ট / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

জাতীয় পার্টিকে ‘দলদাস ও দালাল’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। দলটির বিরুদ্ধে রংপুরবাসীকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রংপুর নগরের ডিসি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।

এর আগে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির গণপদযাত্রার সূচনা হয়।

সেখান থেকে নেতাকর্মীরা গাইবান্ধায় যান এবং পরে রংপুরে ফিরে এসে ডিসি মোড়ে পথসভায় অংশ নেন। রংপুরের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে একটি দল আছে যারা সবচেয়ে নগ্নভাবে আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছে। সেই গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি আজ রংপুরে নানামুখী নাশকতা চালাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘তারা আমাদের ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা রংপুরের মাটি থেকে হুঁশিয়ারি দিয়ে বলছি—এই গুমদাল দল অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে, রংপুরবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টির গুণ্ডা ও দালালদের কোনো ছাড় নেই। রংপুরের জনগণ এখন সচেতন, তারা আর এই অন্যায় সহ্য করবে না।

আজ বুধবার পদযাত্রার দ্বিতীয় দিনে এনসিপি নেতারা কুড়িগ্রাম যাবেন। সকাল থেকে কলেজ মোড়ের বিজয়স্তম্ভ চত্বরে পদযাত্রার পথসভা অনুষ্ঠিত হবে। এরপর পদযাত্রা যাবে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে। সেখান থেকে নেতাকর্মীরা ফুলবাড়ী উপজেলায় আরেকটি পথসভা শেষে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদযাত্রার মাধ্যমে তারা সারা দেশে জনগণের সাথে সংযুক্ত হয়ে, গণজাগরণ গড়ে তুলে, রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ