শিরোনাম
ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গাইবান্ধায় রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ৫ আগষ্টের পর বাড়ি হয়েছে পাকা, কোরবানি দিয়েছেন আড়াই লাখের গরু রাজধানীতে এনসিপি নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গঙ্গাচড়ায় ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, সেনাবাহিনী মোতায়েন এনসিপির পথসভায় ড্রোন ক্যামেরা দেখে ‘মিসাইল’ মনে করে দিগ্বিদিক দৌড় জনসাধারণের জাতীয় পার্টির দুর্গে হানা দিতে পারে বিএনপি রংপুরে শুরু হচ্ছে ‘জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’, সময়সূচি প্রকাশ আন্দোলনে গুলিবিদ্ধ আনারুলের শরীরে এখনো ১০টি গুলি, মানবেতর জীবনযাপন রংপুরে নারী মৃত্যু নিবন্ধন নিয়ে পরিচালিত গবেষণার তথ্য ও ফলাফল উপস্থাপন করবে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

জাতীয় পার্টির দুর্গে হানা দিতে পারে বিএনপি

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

লালমনিরহাট জেলার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনটি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির (জাপা) একচ্ছত্র দখলে ছিল। এ আসন থেকে প্রয়াত মজিবর রহমান সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টির ঘাঁটি সুদৃঢ় করেছিলেন।

তবে রাজনৈতিক পালাবদলে ২০১৪ সালের বিনা ভোট, ২০১৮ সালের বিতর্কিত “রাতের ভোট” এবং সর্বশেষ ২০২৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগ এই আসনটি দখলে নেয়। সরকারের পতনের পর বর্তমানে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কারাগারে এবং তার ছেলে রাকিবুজ্জামানসহ অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।

স্থানীয়দের দাবি, বিগত নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে এবার তারা উদগ্রীব হয়ে আছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। মুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রত্যাশায় এলাকাবাসী।

আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। বিভিন্ন হাটবাজার, গ্রামাঞ্চলে প্রচারণা চালানোর পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা।

বর্তমানে লালমনিরহাট-২ আসনে ছয়জন সম্ভাব্য প্রার্থী সরব নির্বাচনী মাঠে । জেলা বিএনপির সহসভাপতি রোকনউদ্দিন বাবুল,কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু,জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল,ইসলামী আন্দোলনের মুফতি মাহফুজুর রহমান,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক রাসেল আহমেদ ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টির পুরনো দুর্গে এবার বিএনপি জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে অন্যান্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা অনেক নেতাকর্মীর।

তবে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছে স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ