শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, বিএনপির নিন্দা

ডেস্ক রিপোর্ট / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বিএনপি উল্লেখ করে, এ ধরনের সহিংস ঘটনা গণতন্ত্র ও জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া এবং শক্তি প্রয়োগের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় রাজনীতি অপরিহার্য এবং জনগণের ইচ্ছাই কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নির্ধারণ করে। হামলা ও হুমকির মাধ্যমে কোনো দলের কার্যক্রম থামিয়ে দেওয়ার প্রচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

দলটি জাতীয় পার্টির কার্যালয়ে সংঘটিত এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ