ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দুই নবীন শিক্ষার্থীকে আইন ও বিচার বিভাগের ছয় শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে বলে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
ঘটনা ঘটে গত বুধবার (২০ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ‘সালাম ভিলা’ নামের একটি আবাসিক মেসে। অভিযোগে বলা হয়েছে, সেদিন ভোররাতে রান্নার কথা বলে নবীন শিক্ষার্থী শাকিব হাসান হামীম ও আরমান মিয়াকে ঘুম থেকে ডেকে তোলে অভিযুক্তরা। রান্না চলাকালীন সময়ে শুরু হয় র্যাগিং, যা চলে ফজরের আজান পর্যন্ত।
ভুক্তভোগী শাকিব হাসান হামীম বলেন, “ভাইরা রাতে রান্না করে খাওয়ার কথা বলেছিল। কিন্তু ভোরে ঘুম থেকে তুলে আমাদের দিয়ে রান্না করায়। পরে এক পায়ে দাঁড় করানো, অশ্লীল গানে নাচানো এবং অস্বীকৃতি জানালে গালাগাল করে।”
অন্য ভুক্তভোগী আরমান মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু শুরুতেই এমন অভিজ্ঞতায় আমি ভেঙে পড়েছি। তাই বাড়ি ফিরে যাই। পরে সাহস করে আবার এসে লিখিত অভিযোগ দিয়েছি।”
এ ঘটনার পর আরমান বাড়ি চলে গেলে এবং বিষয়টি জানাজানি হলে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা ওই রাতেই সালাম ভিলার সামনে জড়ো হন। কিছুক্ষণের মধ্যে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরাও সেখানে এলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। পরে প্রক্টর ড. মাহবুবুর রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “র্যাগিংয়ের ঘটনায় আজ ভুক্তভোগী দুই শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেটি প্রশাসন বরাবর পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”