শিরোনাম
বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে আরেক ছাত্রদল কর্মীর মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগানে বক্তব্য শেষ করলেন ‘রিকশাচালক দলে’র নেতা এমন সমালোচিত ব্যক্তি বিএনপির বিজয় মিছিলে অংশগ্রহণ করায় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর কাছে অনুরোধ জানিয়েছেন তারা। বিজয় মিছিলে আওয়ামী লীগের কর্মী এ বিষয়ে জানতে চাইলে ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার বলেন, আমরা তাকে মিছিলে নেই নাই, সে ইচ্ছা করে আসছে বা তাদের সাথে যারা ভালো সম্পর্ক তারা নিয়ে আসছে। সাইফুল মেম্বার আওয়ামী লীগের কর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, সে গত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের কর্মী হিসেবে বিভিন্ন মিটিং মিছিল অংশগ্রহণ করেছে এবং নৌকার পক্ষে কাজ করেছে।বিএনপির বিজয় র‍্যালিতে আ.লীগের সক্রিয় কর্মী, সমালোচনার ঝড় ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরি হবে: আমীর খসরু জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১৮ নভেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান প্রেমিকার সাথে দেখা করতে এসে বখাটেদের তাড়া, পালাতে গিয়ে ড্রেনে হোটেলকর্মী থানায় ঢুকে পুলিশকে হুমকি দেয়া জামায়াত নেতা সকালে গ্রেপ্তার, দুপুরে জামিন মসজিদের টাকা আত্মসাৎ করার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

‘জয় বাংলা’ স্লোগানে বক্তব্য শেষ করলেন ‘রিকশাচালক দলে’র নেতা

ডেস্ক রিপোর্ট / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার বেতাগীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বেতাগী পৌর শাখার রিকশাচালক দলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি মো. মিলন মিয়ার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিলন মিয়া বক্তব্যে বলেন, ‘আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টের জুলাই যোদ্ধাদের স্মরণে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করে—এই আশাবাদ ব্যক্ত করছি। এই রিকশাচালক জনতা ৫ তারিখের ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’

তার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ‘বর্তমানে দলে নতুন কিছু তথাকথিত নেতা ঢুকেছে যারা দলীয় আদর্শ ও শৃঙ্খলা মানছেন না। এভাবে চলতে থাকলে বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে।’

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, ‘আমাদের দলে কিছু সুযোগসন্ধানী ঢুকে পড়েছে। যারা গত ১৭ বছর দলে ছিলেন না, তারা এখন ভিড় জমাচ্ছেন। এসব লোকের বিতর্কিত আচরণে দলের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে বিতর্কের বিষয়ে বক্তব্য দিয়েছেন অভিযুক্ত মিলন মিয়া। তিনি দাবি করেন, ‘ভিডিওটি আমার না। কে বা কারা ভিডিওতে এডিট করে ‘জয় বাংলা’ ঢুকিয়েছে। অনেক দুষ্টচক্র আছে—তারা এটা করেছে। আমি শুধু ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’ বলেছি, ‘জয় বাংলা’ বলিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ