জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার বেতাগীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বেতাগী পৌর শাখার রিকশাচালক দলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি মো. মিলন মিয়ার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিলন মিয়া বক্তব্যে বলেন, ‘আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টের জুলাই যোদ্ধাদের স্মরণে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করে—এই আশাবাদ ব্যক্ত করছি। এই রিকশাচালক জনতা ৫ তারিখের ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’
তার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ‘বর্তমানে দলে নতুন কিছু তথাকথিত নেতা ঢুকেছে যারা দলীয় আদর্শ ও শৃঙ্খলা মানছেন না। এভাবে চলতে থাকলে বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে।’
বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, ‘আমাদের দলে কিছু সুযোগসন্ধানী ঢুকে পড়েছে। যারা গত ১৭ বছর দলে ছিলেন না, তারা এখন ভিড় জমাচ্ছেন। এসব লোকের বিতর্কিত আচরণে দলের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে বিতর্কের বিষয়ে বক্তব্য দিয়েছেন অভিযুক্ত মিলন মিয়া। তিনি দাবি করেন, ‘ভিডিওটি আমার না। কে বা কারা ভিডিওতে এডিট করে ‘জয় বাংলা’ ঢুকিয়েছে। অনেক দুষ্টচক্র আছে—তারা এটা করেছে। আমি শুধু ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’ বলেছি, ‘জয় বাংলা’ বলিনি।’