মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

জনদুর্ভোগ এড়াতে র‍্যালি বাদ দিয়ে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

ডেস্ক রিপোর্ট / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে র‌্যালি করার কর্মসূচি দিয়েছিল বিএনপি। সেই কর্মসূচি বাদ দিয়েছে দলটি।

সোমবার (১ সেপেটম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে, ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, র‌্যালির পরিবর্তে মজা পুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

 

রিজভী বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়।

 

তাই আমরা র‌্যালি কর্মসূচি বাতিল করেছি। নগরের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে।

কর্মসূচির অংশ হিসেবে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। রিজভী এই জনহিতকর কাজে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনে মঙ্গলবার বিএনপি-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ