রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছে ১৭১ জন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।
দুর্ঘটনার সময় স্কুলে ছিলো আফিয়া উম্মে মরিয়ম ও তার ভাই আবদুল কাদের। আফিয়া তৃতীয় শ্রেণিতে এবং কাদের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।দুর্ঘটনার পর ছেলেকে খুঁজে পেলেও এখনও মেয়েকে হন্যে হয়ে খুঁজছে পরিবারের সদস্যরা। আফিয়ার খোঁজে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটেছেন, তবে সব জায়গা থেকেই ফিরেছেন খালি হাতে।
আফিয়ার মা তানিয়া আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। একটু বলেন আমার মেয়ে কোথায় আছে?
আবদুল কাদের একই স্কুলের নবম শ্রেনিতে পড়তেন। তবে দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে তিনি।