শিরোনাম
মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, রংপুরে সেই নুনু কবিরাজ ধর্ষণ মামলায় গ্রেপ্তার! জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী তৈরি করছে: উপাচার্য মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট আমি প্রেম ছাড়া বাঁচি না: পরীমনি দেব-শুভশ্রীর ধুমকেতু’র অগ্রিম বুকিং বেড়েই চলেছে শাকিবের নায়িকা নাবিলাকে নিয়ে নিশো ফিরছেন ওটিটিতে দেশের রিজার্ভ বেড়ে ৩০.২৫ বিলিয়ন ডলারে এবার গাজার পাশে দাঁড়াল চীন, জাতিসংঘে বললো: ‘গাজা শুধু ফিলিস্তিনিদের!’ ভারত সিন্ধুতে বাঁধ নির্মাণ শেষ করলেই ১০টি মিসাইল মেরে উড়িয়ে দেবো: আসিম মুনির
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

ছেলেকে থানায় দিয়ে বিএনপি নেতার আবেগঘন পোস্ট, নেপথ্যে যে কারণ

ডেস্ক নিউজ : / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে কুপিয়ে আহত করার অভিযোগে নাফিজ ফয়সাল আকাশকে (২৫) থানায় সোপর্দ করেছেন তার বাবা। নাফিজ ফয়সাল আকাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উল্লাপাড়া গ্রামের আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে। ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে ভিপি পাশা নামে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

শনিবার (১৭ মে) বিকেল ৫টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে আকাশকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ৮টায় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আকাশকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা।

থানা সূত্রে জানা যায়, উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আকাশ। এ ঘটনার প্রতিবাদ করায় আকাশ শুক্রবার জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে জাহাঙ্গীরের স্ত্রী আর্জিনাকে কুপিয়ে আহত করে। এ সময় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করা হয়। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশের হাতে আকাশকে তুলে দেন তার বাবা।

এ বিষয়ে আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ফেসবুকে লেখেন, ‘আমি আপোষহীন নেত্রীর কর্মী কোন অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শোন এ্যারেস্ট দেখানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ