ঢাকার চকবাজারে ব্যবসায়ীকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল।
শনিবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই বিক্ষোভ মিছিল করে তারা।
বিক্ষোভ পূর্ব সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি তারেক রহমানকে নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রদল যদি রুখে দাঁড়ায়, আপনারা কোথাও দাঁড়াতে পারবেন না। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য থেকে দূরে থাকুন।’
তিনি বলেন, ‘গুপ্ত সংগঠনের নেতারা পেছন থেকে ছুরি মেরে নায়ক হতে চায়। আমরা যতদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি, ততদিন অস্ত্রের রাজনীতি এখানে হতে দেবো না।’
রাহি বলেন, ‘আজ বাংলার আকাশে-বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে কুপিয়ে আহত করা হয়েছে।’
এ সময় খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা এবং ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বক্তারা বলেন, সরকারকে চকবাজারে ব্যবসায়ীকে হত্যাসহ সব হত্যার যথাযথ বিচার করতে হবে।
বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সরদার রাশেদ আলী, সরদার জহুরুল ইসলাম, মেহেদী হাসান, বুলবুল রহমান মিঠু, এমএ তাহের রহমান, মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম শফিক, মাহমুদুল মিঠু, সদস্য ফারুক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।