বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মবিনুর রহমান ছাত্রদলে যোগ দিয়েছেন। এরআগে বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে নগরীর নতুন বাজারে জেলা ছাত্রদলের কার্যালয়ে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের হাতে পদত্যাগপত্র তুলে দেন দিয়ে যোগদান করেন মবিন। তার বাড়ি গফরগাঁও পৌর এলাকার ৫নং ওয়ার্ডে।
মবিনুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম, নবগঠিত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।