শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

চীন সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছে জামায়াতের প্রতিনিধিদল

ডেস্ক রিপোর্ট / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

চীন সরকার ও সিপিসির (চীনা কমিউনিস্ট পার্টি) আমন্ত্রণে দেশটিতে গেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান।

১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন জামায়াতের এই প্রতিনিধি দলটি।

এর আগে চীন সফর বিষয়ে ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে কীভাবে নতুন মাত্রায় নেয়া যায়, সে বিষয়ে আলাপ-আলোচনা করব। আমরা মূলত চীন সরকার ও সিপিসি (চীনা কমিউনিস্ট পার্টি) দাওয়াতে যাচ্ছি।

বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ