চীন থেকে দেশে ফিরেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার রাত ১১টার দিকে নাহিদ ও সারজিসসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী ঢাকা মেডিকেল হাসপাতালে যান। এ সময় নেতারা চিকিৎসকদের কাছ থেকে ভিপি নুরের শারীরিক খোঁজখবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন।
এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নাহিদের নেতৃত্বে ৮ সদস্যের এনসিপি প্রতিনিধিদল। পর ভিআইপি লাউঞ্জের বাইরে ব্রিফিং করবেন তারা।