কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুর ১২ টার দিকে আসামীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম।
গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীর নাম সাকিব ওসমান (৩৫)। তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা সরকারপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ফয়জার আলীর ছেলে।
পুলিশ জানায়, বিগত পতিত ছাত্রলীগের ফ্যাসিস্ট, ছাত্র জনতার উপর হামলাকারী সাকিবকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারির ১২ তারিখ চিলমারী মডেল থানায় হত্যা চেষ্টার মামলা নথিভুক্ত হয়৷ যার মামলা নং-০৩।
ওসি আব্দুর রহিম জানান, আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।