অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভিনের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন বিএনপি চেয়ারপারসন।
শুক্রবার (১১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভিনের আরোগ্য কামনা করেছেন বলেও জানিয়েছেন তিনি।
শায়রুল কবির জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পাঠিয়ে চিকিৎসাধীন বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খবর নেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়াও এমন একজন গুণী শিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।