বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

চারদিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

ভুবন সেন, দিনাজপুর / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিস্ফোরকের অভাবে চারদিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে পাথর উত্তোলন শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (ইউজিও এন্ড এম) (চঃদাঃ) এবং ইঞ্জিনিয়ারিং টু কন্ট্রাক্ট প্রকৌশলী মো. অবায়দুল্লাহ।

পাথর উত্তোলনের কাজে অ্যামোনিয়াম নাইট্রেডসহ বেশ কিছু বিস্ফোরকের প্রয়োজন হয়, এর মধ্যে একটি বিস্ফোরক সংকটের কারণে চলতি বছরের ২৮ আগস্ট থেকে খনির পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. অবায়দুল্লাহ বলেন, সোমবার সকালে এই বিস্ফোরক খনিতে এসে পৌঁছেছে। সকাল থেকে খনির ভূগর্ভে কার্যক্রম শুরু হয় এবং দুপুরের শিফট থেকে পুরো দমে পাথর উত্তোলন শুরু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিন শিফটে আগের মতই পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন হবে বলে খনি কর্তৃপক্ষ আশা করছে।

খনি থেকে পাথর উত্তোলন করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী, পাথর উত্তোলনের জন্য যাবতীয় যন্ত্রপাতি ও বিস্ফোরকের যোগান দেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উৎপাদন ও উন্নয়ন কাজে ব্যবহৃত বিস্ফোরক সংকটে এর কারণে মধ্যপাড়া খনিতে এর আগে ২০২২ সালে মে মাসে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। তারও আগে বিস্ফোরকের অভাবে প্রথম ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালের জুন মাসে সাতদিন ও ২০২২ সালের মার্চ মাসে ১৪ দিন উৎপাদন বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ