শিরোনাম
গাইবান্ধায় মাইক্রোবাসের টায়ারে মিলেছে ১১ কেজি গাঁজা চাঁদাবাজকে ধরে গণধোলাই দিল জনতা; পুলিশে সোপর্দ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, রংপুরের এক যুবকসহ গ্রেপ্তার দুই প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি হটাও ইউনূস, বাঁচাও দেশ’ কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ নেতা পার্বতীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে যুবদল-এনসিপির সংঘর্ষে ছয়জন আহত নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আ.লীগ: রাশেদ খাঁন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ সৈয়দপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। এনসিপিতে চাঁদাবাজ, তেলবাজ ও সেলফিবাজ নেতাদের ঠাঁই হবে না: হাসনাত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি-জামায়াত
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে মাছ লুট: উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে তদন্তে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। আজ সোমবার জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে রয়েছেন জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ভিপি শামীম খান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও আফসার আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির দৃষ্টিগোচর হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত কমিটিকে নিরপেক্ষ ও সুষ্ঠু অনুসন্ধান করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে সিরাজগঞ্জ শহরের মাছ ব্যবসায়ী আব্দুস সালামের লিখিত অভিযোগের ভিত্তিতে ২৫ জুলাই জাতীয় দৈনিক নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদনে বলা হয়, তাড়াশ উপজেলার মাধাইনগর সংঘইপাড়া গ্রামের ৩২ বিঘা আয়তনের ‘সংঘই দীঘি পুকুর’ নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সুফলভোগীদের কাছ থেকে সাবলিজ নিয়ে মাছ চাষ করছিলেন আব্দুস সালাম। ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও সম্প্রতি আমিনুর রহমান টুটুল ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ চাষে বাধা ও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ১৭ জুলাই ভোরে ও ২১ জুলাই দুপুরে দুই দফায় পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পুকুরে জাল ফেলে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট করেন টুটুলের লোকজন। এ সময় বাধা দিলে পাহারাদার আব্দুল খালেক ও স্থানীয় শহিদুল ইসলামকে মারধর করা হয় এবং গুম-খুনের হুমকিও দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া ঘটনার পর ১৮ জুলাই তাড়াশ থানায় ও ২৩ জুলাই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন আব্দুস সালাম। একই সঙ্গে পুলিশ সুপার, ইউএনও ও নিমগাছী আর্মি ক্যাম্পেও অনুলিপি পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ