শিরোনাম
সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রেহাই নেই ছাত্রলীগ নেতার; পুলিশের হাতে গ্রেফতার সড়ক পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত এবার সাতসকালে গাজীপুরে ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ সাংবাদিক তুহিন হত্যা; জনসম্মুখে অস্ত্র নিয়ে আক্রমণকারী সন্ত্রাসীদের ভিডিও করাতেই প্রাণ গেলো তুহিনের বীরগঞ্জে গোডাউন থেকে ১৬ মেট্রিক টন সরকারি চাল জব্দ কলকাতায় পার্টি অফিস খুলে বসেছে আ.লীগ জামায়াতের ৩০০ প্রার্থী চূড়ান্ত, মাঠে সক্রিয় হতে নির্দেশনা এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী নারী গ্রেফতার হার্ডওয়্যার ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

চাঁদা না পেয়ে প্রবাসীকে হুমকি, অস্ত্রধারী বিএনপির সেই নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী সেই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) রাতে তাকে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহজাহান ভূঁইয়া সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সৌদি আরব প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন ওই প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূঁইয়া, ফারজানা করিমসহ ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে। এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়।

এ সময় সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়ার বন্দুক হাতে তর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। রাতে পুলিশ অভিযান চালিয়ে আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, অস্ত্রধারী বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার লাইসেন্স করা বন্দুকটি জব্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ