শিরোনাম
নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আ.লীগ: রাশেদ খাঁন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ সৈয়দপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। এনসিপিতে চাঁদাবাজ, তেলবাজ ও সেলফিবাজ নেতাদের ঠাঁই হবে না: হাসনাত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি-জামায়াত ‘ছাত্রলীগ কর্মী’ থেকে সরাসরি ছাত্রদলের সেক্রেটারি পদে, প্রতিবাদ জানিয়ে অব্যহতি নিলেন ৪ জন চাঁদা না পেয়ে মাছ লুট: উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে তদন্তে জেলা বিএনপি জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। গণঅধিকার পরিষদের রংপুর মহানগর শাখার আহব্বায়ক কমিটি গঠন: আহব্বায়ক সৈয়দ গাফফারুল ইসলাম, সদস্য সচিব মো.ইয়াছিন আলি সমন্বয়কদের চাঁদাবাজির খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি: মির্জা ফখরুল চাঁদাবাজির বিপক্ষে পোস্ট দেয়ায় বৈষম্যবিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

চাঁদার টাকার ভাগ পেতেন অনেক এনসিপির বড় বড় নেতা : মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রাজধানীর গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা আনতে গিয়ে গ্রেপ্তারকৃতদের সাপোর্ট (সমর্থন) দেওয়ার অনেক লোক আছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, চাঁদাবাজদের সাপোর্ট দেওয়ার লোক এনসিপিতেও আছে। চাঁদার টাকার ভাগ শুধু গ্রেপ্তার পাঁচজনই নিতেন না, এর ভাগ অনেককেই দিতেন যারা খুবই পরিচিত মুখ, অনেক বড় নেতা। আমি এই সম্ভাবনাটাকেই গ্রহণ করছি।

গতকাল (রবিবার) একটি ইউটিউব ভিডিওতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, এই চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। প্রথম দিন তাদের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী আবু জাফর ১০ লাখ টাকা চাঁদা দিয়েছেন। গতকাল তারা আরো ৪০ লাখ টাকা আনতে যায় এবং এ সময় ওই বাড়ির লোকজন পুলিশে খবর দিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তিনি বলেন, গতকালের এই ঘটনা যখন সর্বত্র প্রচারিত হয়েছে অনেকেই বিস্মিত হয়েছেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু একেবারে কাউকে না জানিয়ে কোন দুর্নীতি করতে পারবেন না। আপনি কাউকে না জানালেও যার সঙ্গে দুর্নীতিটা করলেন তিনি তো জানলেন। তিনি তো আর আনন্দের সঙ্গে আপনাকে টাকাটা দিবেন না।

তিনি হয়তো ভয় পেয়ে টাকা দিচ্ছেন, কিন্তু একটা সময় অতিষ্ঠ হয়ে তিনি বিষয়টি প্রকাশ করে দিবেন। কাজেই আপনি দুর্নীতি করবেন কিন্তু কেউ জানবে না, এটা সম্ভব না।

তিনি আরো বলেন, এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চার্যান্বিত হওয়ার অভিনয় করছেন। এ বিষয়ে মাসুদ কামাল বলেন, মানে তার (উমামা) বক্তব্য হলো তার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন, তারা আসলে অভিনয় করেছেন। উমামা ফাতেমার ধারণা তারাও সব জানতেন।

মাসুদ কামাল আরো বলেন, উমামা ফাতেমা শেষের লাইনে লিখেছেন— ঠিকমত খোঁজ দিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। এই কথাটার কী অর্থ? এর অর্থ আমি যেভাবে বুঝি সেটা হলো— এদের সাপোর্ট দেওয়ার অনেক লোক আছে। এদের (চাঁদাবাজ) সাপোর্ট দেওয়ার লোক এনসিপিতেও আছে। চাঁদার টাকা শুধু গ্রেপ্তার পাঁচজনই নিতেন না, এর ভাগ অনেককেই দিতেন যারা খুবই পরিচিত মুখ, অনেক বড় নেতা। আমি এই সম্ভাবনাটাকে গ্রহণ করছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের দেওয়া এক স্ট্যাটাসের তিনি সেনাবাহিনীকে ‘তেল দিয়েছেন’ উল্লেখ করে মাসুদ কামাল বলেন, এতদিন পরে সারজিস আলম এমন ‘নির্জলা তেল মর্দন’ করতে চান কেন? এখন কেন? তিনি কি আইএসপিআর এ চাকরি পেয়েছেন? তিনি কি সেনাবাহিনীর পিআরও এর চাকরি নিয়েছেন? নাকি আপনি কোন চাপে আছেন? আপনাকে কেউ চাপ দিয়েছে।

সারজিস আলমের উদ্দেশে মাসুদ কামাল আরো বলেন, আপনার কোনো অপকর্ম ফাঁস হয়ে যেতে পারে এই ভেবে কি আপনি কাজটা করেছেন? যখন আপনার অপকর্মের কথা ভাবি, তখন কি আমি উমামা ফাতেমার সেই মন্তব্য— বিষয়টার শেকড় অনেক গভীরে; এটা ভাবব? সেই গভীরে কি আপনি অবস্থান করছেন? এই বিষয়গুলো কিন্তু আসবে, পুলিশ কিন্তু পাঁচজনকে রিমান্ডে নিয়েছে, অনেক তথ্য কিন্তু পেয়ে যাবে। গভীরে থাকা সকল নেতৃবৃন্দকে বলব— ভাই আপনারাও এ ধরনের স্ট্যাটাস দেওয়া শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ